價格:免費
更新日期:2018-10-28
檔案大小:2.3M
目前版本:2.0
版本需求:Android 4.0 以上版本
官方網站:mailto:sabidappsbd@gmail.com
Email:http://sabidspps.blogspot.com/2018/09/privacy-policy.html?m=1
বিসমিল্লাহির রাহমানির রাহিম
যুগে যুগে মহান আল্লাহ তাআলা নবী রাসুল পাঠিয়েছেন মানুষের হেদায়েতের জন্য।মানুষ যাতে পথভ্রষ্ট না হয় তার জন্য।তিনি বিভিন্ন সময় নবী রাসুলদের উপর আসমানি কিতাব নাজিল করেছেন।এই আসমানি কিতাব সমুহ মানুষের জীবন ব্যবস্থা। সব আসমানি কিতাবের মধ্য সর্বশ্রেষ্ট হচ্ছে আল কোরআন।এ আল কোরআনের বিভিন্ন আয়াত নিয়ে আমাদের এ অ্যাপ।চলুন জেনে নেই বিস্তারিত
‘আয়াত’ শব্দের শাব্দিক অর্থ আল্লাহর নিদর্শন। আল কোরআনের পঙিক্ত বা চরণ বোঝাতেও শব্দটি ব্যবহূত হয়। কোরআনের আয়াত অন্তহীন জ্ঞানের ভাণ্ডার। এর প্রতিটি চরণ হীরকখণ্ডতুল্য। অজ্ঞ লোকেরা মনে করেছিল, মহানবী (সা.) কোরআনের নামে যে বাণী শোনাচ্ছেন তা নিছক ভাষার তেলেসমাতি, কবিসুলভ কল্পনা কিংবা গণক ও জ্যোতিষীদের মতো ঊর্ধ্বজগৎ সম্পর্কিত আলোচনার সমষ্টি মাত্র! সুরার গোড়াতেই তাদের এ মর্মে সতর্ক করা হয়েছে যে তোমাদের ধারণা অজ্ঞতা ও বিদ্বেষপ্রসূত। প্রকৃতপক্ষে এগুলো জ্ঞানময়, প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। এর প্রতি মনোযোগী না হলে তোমরা জ্ঞানের শিকড় থেকেই বিচ্ছিন্ন হয়ে যাবে। বঞ্চিত থেকে যাবে অফুরন্ত জ্ঞান থেকে। কেননা কোরআন অবতীর্ণ হয়েছে সব জ্ঞানের আধার বিশ্ব প্রতিপালকের পক্ষ থেকে। আল্লাহ বলেন, ‘এই কিতাব প্রজ্ঞাময়, সর্বজ্ঞ সত্তার পক্ষ থেকে অবতারিত হয়েছে। এর আয়াতসমূহ সুস্পষ্ট, সুবিন্যস্ত ও বিশদভাবে বিবৃত। ’ (সুরা হুদ, আয়াত: ১)
আমাদের আরও কিছু ইসলামিক অ্যাপ
- সূরা বাকারা
- সূরা বাকারা শেষ দুই আয়াত ফজিলত
- সূরা হাশর
- নামাজের সূরা ও দোয়া
- গজল অডিও
- জুমার নামাজ
- জানাযা নামাজ
অ্যাপটি ভালোলাগলে ৫ স্টার দিতে ভুলবেন না।ধন্যবাদ